রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ জুন) রবিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে,কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প রাজস্থলী উপজেলার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়,র্যালীটি উপজেলা পরিষদ থেকে গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক হল রুমের সামনে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,স্বাগত বক্তব্য দেন কারিতাস সিপিপি পিএইপি-২ সাধন চাকমা,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক,সাংবাদিক মোঃআইয়ুব চৌধুরী,শান্তির আলো উন্নয়ন সংস্থা পরিচালক নিরুপম চাকমা।
উপস্থিত বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবেশ,পরিবেশ ভালনা থাকলে মানুষের জীবনও সুস্থ থাকতে পারে না।তাই সকলে মিলে আমরা পরিবেশ ভাল রাখি জন জীবন সুস্থ রাখি।
আলোচনা শেষে উপস্থিত কৃষকদের মাঝে চারা বিতরণ করা হয়। এতে প্রত্যেক কৃষক কে ষাটটি করে বিভন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি চারা বিতরণ করেন, মোট বত্রিশ জনকে এই চারা দেওয়া হ কারিতাসও আশিকার পক্ষ হতে।