কাপ্তাই উপজেলা প্রবীণ আওয়ামীলীগ নেতা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার কাপ্তাই পিডিবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁকে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ বুধবার আনুমানিক সকাল ১১.১৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিকে তাঁর মৃত্যুতে বিশিষ্টজনেরা শোক বার্তা জানিয়েছেন।