মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রধান ব্যবসায়িক কেন্দ্রস্থল মানিকছড়ি বাজারে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট মো. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার বিভাগীয় প্রধান মো. নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ব্যাংকের নাজিরহাট শাখার এসএমই কর্মকর্তা মো. জাকারিয়া, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. এমদাদুল হক, তুষার পাল প্রমূখ।
স্বাগত বক্তব্যে মো. নাজমুল হাসান বলেন, ব্যাংকিং জগতে নতুন নতুন সুযোগ, সুবিধা নিয়ে সারাদেশে আমাদের ৭শতাধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা আছে। আমরা চেষ্টা করছি গ্রাহক বান্ধব হয়ে তৃণমূল ব্যাংকিং জগতে অবদান রাখতে।
প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, সেবার মান বাড়িয়ে মানুষের (গ্রাহকের) মন জয়ের প্রতিযোগিতায় শামিল হতে পারলেই ব্যাংক গ্রাহক বান্ধব হবে। পরে অতিথিরা পিতা কেটে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন করেন।