মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:- ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে গত ১১ এপ্রিল ২০২২ সোমবার বার্ষিক পুরস্কার বিতরণী ও উপনয়ন বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা পণ্ডিত শান্তিপদ আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ অর্চ্চণা রানী আচার্য্য, পণ্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড স্রাইন কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাধনময় ভট্টাচার্য্য। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলাইজার সোসাইটির উপদেষ্টা ভারতের সূর্য স্মারতী উপধীপ্রাপ্ত ড. মাধব আচার্য্য। উপনয়ন প্রদান করেন কৃপাঞ্জন আচার্য্য বন্ধন ও ইন্দ্রজিত আচার্য্যকে। এতে আরো উপস্থিত ছিলেন সোনারাম আচার্য্য, পণ্ডিত উজ্জ্বল আচার্য্য, কানুরাম চক্রবর্তী, কলিঞ্চ দাশ, দীপন ভট্টাচার্য্য, তুর্ণা আচার্য্য, পুর্ণিমা আচার্য, আদেশ শীল, রূপনা রানী আচার্য্য, ঝন্টু শীল, রুবেল শীল, সমীর কান্তি দাশ, সমীরণ পাল প্রমুখ।