মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী সদরে প্রতিষ্ঠিত দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান তিনটহরী মুহিউস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বাদ আসর মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফরিদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফাতার মাফিলে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
এতে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি (সদর) ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মো. শাহ আলম, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ প্রমূখ।
পরে মাদ্রাসার উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখায় প্রধান ও বিশেষ অতিথিদের সংবর্ধনা প্রদান করেন মাদরাসা পরিচালনা কমিটি।