মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকা থেকে মো. আবদুল কাদের (৪৫) নামের এক ব্যবসায়ি মঙ্গলবার রাতে নিখোঁজ হয়েছে। ঘটনাটি আসলে নিখোঁজ নাকি অপহরণ এ বিষয়ে প্রকৃত ঘটনার নিয়ে সন্দিহান পরিবার! ঘটনা জানাজানির পর এলাকায় পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করে বিষয়টি প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছেন।
পুলিশ ও পারিবারির সূত্রে জানা যায়, উপজেলার যোাগ্যাছোলা ইউপির খাড়িছড়া এলাকার মো. তোফায়েল আহমেদ পুত্র মো. আবদুল কাদের(৪৫) নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে নিজস্ব জীপ (চান্দের)গাড়ী দিয়ে নেপচুন চা বাগানে শ্রমিক আনা-নেওয়া জড়িত। গত মঙ্গলবার (৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মো.আবদুল কাদের প্রকাশ মইগ্গা কাদের এলাকার খাড়িছড়া দোকান থেকে বাড়ির উদ্দ্যোশে রওয়ানা হয়ে আর বাড়ি ফেরেনি। পরে তাঁর আত্মীয়রা খোঁজাখুঁজির পর সকালে খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল (নাম্বারবিহীন), জুতা, স্কস্টেপ ও একটি দড়িসহ বেশ কিছু আলামত দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী সরজমিনে ছুঁটে যায় এবং নিখোঁজ ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।
নিখোঁজ ব্যক্তির ছোট ভাই মো. ইউছুপ মিয়া বলেন, আমার ভাই, নিজস্ব জীপ গাড়ী দিয়ে চা-বাগানে শ্রমিক আনা-নেওয়ায় জড়িত ছিলেন। সে আসলে নিখোঁজ না অপহরণ এ বিষয়ে কিছু বুঝে উঠতে পারছিনা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ শাহনূর আলম, এ প্রসঙ্গে বলেন, খাড়িছড়া এলাকার মো. আবদুল কাদের মঙ্গলবার সন্ধ্যা রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পারিবারিকভাবে বিষয়টি জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী সরজমিনে যায় এবং মন্দির সংলগ্ন জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল (নাম্বারবিহীন), জুতা, স্কস্টেপ ও একটি দড়ি পাওয়া গেছে। বিষয়টি আমরা (পুলিশ ও সেনাবাহিনী) গভীরভাবে খতিয়ে দেখে তাঁর সন্ধানে কাজ করছি।