মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা টাউন হলে মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক রুবেল দে’র সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পরিচালনক ৩৭ আসনার ব্যাটালিয়ন কুমিল্লা টিলা ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা কমান্ডার মো. জিয়াউর রহমান। এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা, উপজেলা প্রশিক্ষক শেখ মো. শোয়েব উপস্থিত ছিলেন।
শুরুতেই আগত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আনসার ভিডিপি সদস্যরা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা। এছাড়াও ইউনিয়ন দলনেতা মো. ছিদ্দিকুর রহমান ও রোকেয়া বেগম তৃণমূল পর্যায়ে তাদের নানা কার্যক্রমের বিষয় অতিথিদের মাঝে তুলে ধরেন এবং সম্মানি ভাতাবৃদ্ধিসহ মাসিক এক ইউনিট রেশনের ব্যবস্থা করতে জেলা কমান্ডারের প্রতি অনুরোধ জানান।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি একটি বাংলাদেশী আধা- সামরিক বাহিনী। যার আনুমানিক সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ। এটি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। যার মূল দায়িত্ব হচ্ছে দেশের অভ্যান্তরে নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণ। যার ফলে তৃণমূল পর্যায় থেকে প্রশাসনকে সহযোগিতা করে থাকে আনসার ভিডিপির সদস্যরা। বাল্য
বিবাহ বন্ধ, বৃক্ষরোপনসহ টিকাদান কার্যক্রম চলাকালিন সময়ে
সহযোগিতার কথাও তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন অতিথিরা। যার ফলে সরকার তাদের কথা ভেবে তাদের সম্মানি ভাতা বৃদ্ধি করেছে