মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:– মানিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া পর্যায়ে সিএএলসি কার্যনির্বাহী সদস্যদের অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ও ২৪ মার্চ উপজেলার মানিকছড়ি, তিনটহরী ও বাটনাতলী ইউনিয়নের বিভিন্ন পাড়া পর্যায়ের ২৬ জন এসটিএ নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্প’র কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ, মানিকছড়ি উপজেলার সিপিপি
পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও মাঠ সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ কর্মকর্তা মো. সোলায়মান কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এসটিএ’সহ সকলে মিলে পরিকল্পনা প্রস্তুত করেন। এ সময় কর্মসূচী কর্মকর্তা ও মাঠ কর্মকর্তা সকলের সমর্থনে ও মতামতের ভিত্তিতে ১০ জনের একটি কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়।