মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ, মাটিরাঙ্গা উপজেলাস্থ গ্রীণ হিল কলেজ শাখার বার্ষিক সম্মেলনে মোঃ হুমায়ুন কবির সভাপতি ও আল আমিন ফরাজীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে কলেজ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটি ঘোষণা করেন। এর আগে সকালে গ্রীণ হিল কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আলী হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব।
সভায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কবির হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলীসহ উপজেলা,পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।