মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র উদ্যোগে দিনব্যাপী অর্গানিক ফার্মিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে গত ১০ মার্চ থেকে শুরু হয় দিনব্যাপী প্রশিক্ষণ আজ ২০ মার্চ রবিবার শেষ হয়েছে।
প্রকল্পের উপকারভোগী ৪২জন পুরুষ ও ৪৮জন মহিলাসহ মোট ৯০জনকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলার বড়টিলা পাড়া, উত্তর ফকিরনালা, নোয়াপাড়া, মানিকছড়ি সদর, তিনট্যহরী, বাটনাতলী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমুল্য কুমার দাশ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান উক্ত প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় মাঠ সহায়ক হিমেল চাকমা, পংমে মারমা, মিল্টন বিশ্বাস, আবাইশে মারাম উপস্থিত ছিলেন।
অর্গানিক ফার্মিং এর পাশাপাশি এগ্রো-ইকোলজি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। প্রশিক্ষকগণ আন্ত:পরিচর্যা, সেঁচ, আগাছা দমন, আইপিএম অনুসারে রোগ-বালাই ও পোকামাকড় দমনসহ ধানের বীজ সংরক্ষণের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ভার্মি কম্পোষ্ট সারের প্রয়োজনীয়তা ও তৈরীর প্রক্রিয়া তুলে ধরে শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজি চাষ পদ্ধতি, আইপিএম পদ্ধতি অনুসরণ করে শাক সবজীর রোগ ও পোকা মাকড় দমন করার উপায়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এগ্রো-ইকোলজির সাথে সমন্বয় রেখে ফসল চাষাবাদসহ কৃষি পন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা ও নায্যমূল্য প্রাপ্তিতে করনীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।