মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ণ চৌধুরী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন আফ্রাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদ-উজ-জামান,পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.ইলিয়াস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন প্রমূখ।
সভা শেষে রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। এতে স্কুল শিক্ষার্থী ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেয়।