ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তোলা হয় নিলামে। কিন্তু তাকে দলে নেয়নি কেউ। সাকিব দল না পেলেও মোস্তাফিজ ঠিকই দল পেলেন।
গত আসরে মোস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আর এবার তাকে নিল দিল্লি ক্যাপিটালস।
এবারের নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। আর তাকে তার ভিত্তি মূল্যেতেই কিনে নেয় দিল্লি। অন্য কোনো দল তার জন্য আগ্রহ দেখায়নি।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্যও ছিল ২ কোটি রুপি । কিন্তু তার জন্য দর হাঁকায়নি কেউ। ফলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবিক্রিত থেকে যান।
তবে শনিবার সাকিবকে কেউ না কিনলেও সাকিবের আইপিএল খেলার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।
কারণ যে সব খেলোয়াড় অবিক্রিত রয়ে গেছেন তাদের রোববার ফের কেনার সুযোগ পাবে দলগুলো। ওইদিন তাদের জন্য দর হাঁকাতে পারবে সবগুলো ফ্র্যাঞ্চাইজি।
২০১৮ সালে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে দলে নেয়নি কোনো দল। পরে তার ২ কোটি ভিত্তি মূল্যতে কিংস এলিভেন পাঞ্জাব দলে ভিড়িয়েছিল।