মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক লাখ টাকার সেগুন,গামারী ও জাম কাঠ জব্দ হয়েছে। জব্দ জাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার গাড়ীটানা বনবিভাগ সূত্রে জানা গেছে,
গুইমারা রিজিয়নের ০৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার লে. নিমান মোহাম্মদ ইমতিয়াজ এর নেতৃত্বে ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল১ টায় সেনাবাহিনীর একটি টহল উপজেলার ওসমানপল্লী এলাকায় পাচারের উদ্দেশ্যে স্তূপ করে রাখা অবৈধ ১৫০ ঘনফুট সেগুন, ৫০ ঘনফুট গামারী ও ৫০ ঘনফুট জাম কাঠের খবর পেয়ে অভিযানে গিয়ে ২৫০ ঘনফুট মূল্যবান কাঠের সন্ধান পেয়ে তা জব্দ করেন। যার স্থানীয় বাজারমূল্য ১লাখ টাকা। পরে জব্দ কাঠ স্থানীয় বনবিভাগে হস্তান্তর করেন। বনবিভাগের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।