নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলার ৭ম ধাপের ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ (০৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।
বান্দরবান সদর , রাজবিলা ও জামছড়ি এই ৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
অন্যদিকে সদর ২জন সাধারণ সদস্য এবং জামছড়ি ২জন সংরক্ষিত সদস্য, ৭জন সাধারণ সদস্য এবং রাজবিলা ইউনিয়নে ১জন সংরক্ষিত সদস্য ও ৪জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
সকালে সদর ইউনিয়নের রেইচা থলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালিয়া খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামছড়ি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বান্দরবান সদরের তিন ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছে। প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। সকাল থেকেই কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান জানান, মাঠ পর্যায়ে নির্বাচনী সহিংসতা এড়াতে ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে, আর এর পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও র্যাবের সদস্যরা মাঠে রয়েছে।
বান্দরবান জেলা রির্টানিং কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, সকাল থেকেই ৭ম ধাপে বান্দরবান সদর উপজেলার ৩টি ইউনিয়ন পষিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
তিনি আরো বলেন, ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয় এবং প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারে বান্দরবান সদর উপজেলার ৩টি ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ১৫জন সংরক্ষিত সদস্য এবং ৩৬জন সাধারণ সদস্য নিবার্চনে অংশ নিচ্ছেন আর ৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৮শত ৩০ জন।