বাংলাদেশ ছাত্রলীগ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটি বিদায়ী সংবর্ধনা দিয়েছে উক্ত বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক জাহিদুল ইসলাম কে।
৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর।এতে প্রধান অতিথি ছিলেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার।
প্রধান বক্তা ছিলেন ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃসোহেল রানা।এতে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী শিক্ষক জাহিদুল ইসলাম,ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএমসি’র সদস্য শাহ কামাল,ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিটু বড়ুয়া,ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুমন কায়সার রিফাত,সাধারণ সম্পাদক আরাফাত আলম সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবর্ধিত বিদায়ী শিক্ষক জাহিদুল ইসলাম কে ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ী স্মৃতি স্মারক প্রদান করা হয়।