খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুই ইটভাটাকে ১ লক্ষ ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ভা.) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তুলাবিল অবস্থিত সেলিম এন্ড ব্রাদার্স’র পক্ষে মো. সিরাজুল ইসলামকে ৭০ হাজার টাকা ও পান্নাবিলের থ্রি স্টার’র পক্ষে মো. রুহুল আমিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, এসব ইটভাটায় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি ব্যবহার ও জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারা লঙ্ঘন করায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ এবং ১৬ ধারা মতে এসব ভাটা মালিককে জরিমানা করা হয়েছে।