মাইন উদ্দিন বাবলু, নিজস্ব প্রতিনিধি:- তথ্য অফিস রামগড় কর্তৃক করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বিস্তার রোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অফিসের আওতাধীন ৫টি উপজেলায় (রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি) বিভিন্নভাবে জনগুরুত্বপূর্ণ স্থানে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২৭/০১/২০২২ তারিখে লক্ষীছড়ি উপজেলার মগাইছচড়ি,মংহ্লা পাড়া,ময়ুরখীল, মহিষকাটা, আছাপাড়া, লক্ষীছড়ি বাজার, থানাপাড়া, দুল্যাতলী প্রভৃতি জনবহুল স্থানে সড়ক প্রচার, সচেতনতামূলক ভ্রাম্যমাণ সংগীত পরিবেশন করা হয় এবং মংহ্লাপাড়া,মহিষকাটায় উঠান বৈঠক করা হয়।
এ বিষয়ে তথ্য অফিস রামগড়ের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেন বলেন, ” কোভিড-১৯ সংক্রমণের প্রথম থেকেই তথ্য অফিস রামগড় আওতাধীন ৫টি উপজেলায় সরকার কর্তৃক প্রদত্ত বিধিনিষেধ, মাস্ক পরিধান ও টিকা গ্রহণের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন ভ্যরিয়েন্ট ওমিক্রন বিস্তার রোধে এবং টিকা গ্রহনে সচেতনতামূলক সড়ক প্রচার, চলচ্চিত্র প্রদর্শনী,ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, ব্যানার এবং পেস্টুনের মাধ্যমে বিভিন্ন স্কুল,বাজার,পাড়া- মহল্লায় এবং জনবহুল স্থানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।দুর্গম যেসব এলাকায় যানবাহন চলাচলের ব্যবস্থা নেই সেখানে হ্যান্ড মাইকের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। “