মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- “উষ্ণতার ছোঁয়ায়, হাসুক সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এতিম শিক্ষার্থী, হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন’।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তিনটহরী মহিউসসুন্নাহ মাদ্রাসার এতিম ছাত্র, রিক্সা চালক ও হত-দরিদ্র মানুষের মাঝে এইসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন সংগঠনটির এডমিন মো. খালেদ হাসান, তাজুল ইসলাম, মাঈনুদ্দীন, মাহমুদ হাসান, মো. জাকারিয়া, কার্যকরী সদস্য মো. আরিফ হোসেন, শাহাদাত হোসেন, সহ-কার্যকরী সদস্য মাসুদ হোসেন, রবিউল হোসেন, নাজমুল ইসলামসহ অন্যন্য সদস্যরা। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন’র সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের মাঝে উপহার প্রদান করা হয়।
এসময় ‘মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন’র এডমিন মো. খালেদ হাসান বলেন, আমাদের নিজ উদ্যোগ এবং অর্থায়নে প্রতিবারের ন্যায় এবারো সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে প্রথমধাপে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আত্মতৃপ্তি উপলব্ধি করছি। আমরা চাই আমাদের সকলের প্রচেষ্টায় উষ্ণতার ছোঁয়ায় হাসুক সবাই। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।