কক্সবাজারের উখিয়ার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন কাল(বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।টানা তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর আন্তরিক সদিচ্ছায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
নির্বাচন প্রক্রিয়ায় তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হবেন।প্যানেল চেয়ারম্যান-১ প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩।তৎমধ্যে ৩নং প্যানেল চেয়ারম্যান হবেন সংরক্ষিত নারী ইউপি সদস্যা।
সরাসরি তীব্র প্রতিদন্ধিতা হবে প্যানেল চেয়ারম্যান-১ পদে। এ পদে ইতিমধ্যে দু’জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।তারা হলেন ২নং ওয়ার্ড থেকে দ্ধিতীয় বার নির্বাচিত ইউপি সদস্য ফজল কাদের চৌধুরী ভুট্টো ও ৭নং ওয়ার্ড থেকে দ্ধিতীয় বার নির্বাচিত ইউপি সদস্য নুরুল হক।পরিষদের চেয়ারম্যান, ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯পুরুষ সদস্য ও ৩ জন(১৩জন) নির্বাচিত মহিলা সদস্যের সমর্থন কিংবা সরাসরি ভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এদিকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন কে কেন্দ্র করে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে।প্রতিদন্ধি প্রার্থীরা নির্বাচিত ইউপি সদস্য-সদস্যাদের নিকট ভোট চেয়ে সৌজন্য সাক্ষাৎ,বাড়িঘরে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।প্যানেল চেয়ারম্যান-পদে জয়ী হতে ইতিমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন,২নং ওয়ার্ডের ২য় বার নির্বাচিত ইউপি সদস্য ফজল কাদের চৌধুরী ভুট্টো ও ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য নুরুল হক।
ফজল কাদের ভুট্টো নির্বাচিত ইউপি সদস্যের পাশাপাশি পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জেলাবাসীর অধিকার আদায়ের সংগঠন আমরা কক্সবাজার বাসীর উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,
সামাজিক,ধর্মীয় ও সংস্কৃতি সংগঠনের দায়ীত্ব পালন করছেন।ছাত্র জীবনে ছাত্রলীগের উখিয়া কলেজ আহবায়ক,উখিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আহবায়ক,জেলা যুবলীগের সদস্য, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের একাধিকবার নির্বাচিত সভাপতি, বালুখালী শিশু বান্ধব কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও বর্তমান সংসদ সদস্য শাহীনা আকতার চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেও ব্যাপক পরিচিত ফজল কাদের ভুট্রো।পারিবারিক,সামাজিক রাজনৈতিক ভাবে ব্যাপক জনপ্রিয় ও পরিচিতি রয়েছে সব অঙ্গনে।তাই সংখ্যাগরিষ্ট ইউপি সদস্যের অনুভুতি ফজল কাদের চৌধুরী ভুট্টোর পক্ষে। ভুট্টোই প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশীই,এমনটাই ধারনা অনেকের।এক প্রতিক্রিয়ায় ফজল কাদের ভুট্রো বলেন,তিনি নির্বাচিত হলে চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে পালংখালীর মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
অপরদিকে আরেক প্যানেল চেয়ারম্যান-১ প্রার্থী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক একজন ধার্মিক লোক।সেও আওয়ামী ঘরানার।নুরুল হক মেম্বারও জয়ের ব্যাপারে আশাবাদী বলে তার সুত্র জানান দেয়