মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য ও মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল ৫ টার পর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ জনসমাগম স্থল বাজার ও সড়কে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ ধারায় এবং মোটরসাইকেলে হেলমেট না থাকায় মোটরযান আইনে ১২টি মামলায় এ জরিমানা আদায় করেছেন।
এসময় তিনি বলেন, সড়কে স্বাস্থ্যবিধি ও মোটরযান পরিচালনায় মোটরযান বিধি মানাতে এই অভিযান অব্যাহত থাকবে।