রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া এলাকায় বাসের ভেতরে চোলাই মদ পাচারকালে চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে একজন মহিলা কে১০ লিটার দেশীয় তৈরী অবৈধ চোলাই মদ সহ আটক করা হয়েছে।
আটককৃত আসামী আনোয়ারা বেগম (৪৫) চট্রগ্রাম স্ক্রাব কলোনী আকবর শাহ সি এম পি থানার এলাকার স্থায়ী বাসিন্দা মৃত সেকান্দরের মেয়ে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী।
২৩ জানুয়ারী রবিবার সন্ধ্যায় ৬ টায় থানার উপ পরিদর্শক ( এস আই) আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগী ফোর্স সহ মাদক উদ্ধারের নিমিত্তে বাসে নিয়মিত তল্লাশী অভিযান পরিচালনা চলাকালে বাঙালহালিয়া চন্দ্রঘোনা সড়ক থেকে তাঁকে আটক করা হয় ।
পুলিশ জানান, রাজস্থলী হতে ছেড়ে আসা বাস গাড়ী তল্লাশী করার সময় আটককৃত মহিলার সিটের নিছে ১০ লিটার চোলাই মদ পাওয়া যায়। যার বাজার মুল্য অনুমানিক ৪ হাজার টাকা।
তার বিরূদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাঁকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে ।