মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিচ ইয়াবা (মাদকদ্রব্য), ২০০গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার বাটনাতলী সেনা ক্যাম্প ও মানিকছড়ি থানা পুলিশের একটি যৌথ টহল গোপন সংবাদে উপজেলার বাঞ্চারামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৫২ টাকাসহ মাদক ব্যবসায়ী মো.সাদ্দাম হোসেন(৩২), পিতা. মো.আব্দুল জলিল, গ্রামঃ বাঞ্চারামপাড়া, পো+থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়িকে আটক করা হয়েছে। পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রুব্য আইনে মামলা রুজু করেছে পুলিশ।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা, গাঁজাসহ যে কোন মাদক ব্যবসায়ী বা সেবীর বিরুদ্ধে যৌথ বাহিনী সর্তক রয়েছে।