গুইমারা বুদংপাড়া নামক স্থানে একটি সিমেন্ট ভর্তি ট্রাক চট্টগ্রাম হতে খাগড়াছড়ি যাওয়ার পথে বু্দুংপাড়া এলাকায় মোড় ফিরতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় জীবন মজুমদার (৫০) ও রাজিব মজুমদার (১২) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার(১৯ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি থেকে আসা (চট্টমেট্ট -ট ১২০৩৩৮) খাগড়াছড়ি গামী ট্রাক মোড় ঘুরতে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত জীবন মজুমদার (৫০) মানিকছড়ি থানার মানিকছড়ি সদরের খগেন্দ্র মজুমদারের এর ছেলে। এবং রাজিব মজুমদার (১২) মানিকছড়ি থানার একই এলাকার জীবন মুজুমদার এর ছেলে। এ ঘটনায় আহত ড্রাইবার শেখ মেহেদী হাসান (৩২) ও মোঃ রাসেদ(৩৩) কে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুইমারা বুধংপাড়া নামক স্থানে মোড় ফিরতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। এসময় গুইমারা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ সম্পূর্ণ করেন। ট্রাক ড্রাইভার সহ সহকারী একজন গুরুতর আহত হলে তাদের মাটিরাঙ্গা হসপিটালে প্রেরণ করেন, এবং তাদের চিকিৎসা চলছে বলে জানা যায়। এবং মৃত ব্যক্তি দুইজনকেও মাটিরাঙ্গা হাসপাতালে প্রেরণ করা হয়।