শ.ম.গফুর, উখিয়া, কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ার বিজিবি- এপিবিএন’র পৃথক অভিযানে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার ও ২ মাদক কারবারি আটক হয়েছে।এসময় একজন পালিয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) দিনের ১২টায় রেজুপাড়া বিওপির টহলদল কমান্ডার মোঃ জামিয়ান খানের নেতৃত্বে উখিয়া সদরের একরাম মার্কেটের সামনে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।আটক মোঃকরিম(২০) উখিয়ার রুমখা কুলাল পাড়ার ছৈয়দ আহমদের ছেলে।তার দেহ তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ২৪ লাখ টাকা।এ সংক্রান্তে উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু এবং ধৃতকে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবি’র কর্মকর্তা মোঃ জামিয়ান খান।
অপরদিকে কক্সবাজারের উখিয়ায় কাঠের রান্দার ভিতরে করে অভিনব পদ্ধতিতে পাচারকালে ৩৮৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৮এপিবিএন।
সোমবার দুপুরে সফিউল্লাহকাটা ক্যাম্প-১৬’র চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে এঅভিযান পরিচালনা করে।
৮ এপিবিএন শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম সেবা’র তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো: আতাউর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এসআই সারোয়ার হোসেন খান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা আবুল খায়ের’র ছেলে মোঃ আমিন (১৯)কে আটক করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে ৩৪ ইঞ্চি কাঠের রান্দার মধ্যে রক্ষিত অবস্থায় ৩৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ধৃতের সহযোগী একই এলাকার সোনা আলীর ছেলে মোঃ আফসার উদ্দিন(২৬) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে এপিবিএন জানিয়েছে।
এ সংক্রান্তে মামলা রুজু পূর্বক ধৃতকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মোঃ কামরান হোসেন।