কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা এলাকা থেকে মাটিভর্তি ১টি অবৈধ ডাম্প ট্রাক আটক করা হয়েছে।
রবিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে পাহাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় লম্বাঘোনা এলাকা থেকে এটি আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত একটি সিন্ডিকেট ডাম্প ট্রাক দিয়ে রাতের আঁধারে বনবিভাগের পাহাড় থেকে মাটি কেটে পাচার করে আসছিল। অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসেন,ভালুকিয়া বিট কর্মকর্তা সাজ্জাদুল হাসান, দুছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র।উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, মাটিভর্তি আটক ডাম্প ট্রাকটি অবৈধ,এটি স্থানীয় হেডম্যান ইব্রাহিমের বলেও তিনি জানান।