মংহাইসিং মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে অবিনব কায়দায় স্ত্রীকে খুন করে অপহরণে নাটক সাজানো সেই স্বামী রেথোয়াই মারমাকে (৪০) মুসাবুনিয়া পাড়া আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তাকে রাজবিলা উদালবুনিয়া পুলিশের টিম গ্রেফতার করে বান্দরবান সদর থানা হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে রাজবিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মুসাবুনিয়া পাড়া এলাকা থেকে রেথোয়াইনু মারমা (৪০)কে আটক করা হয়। সে রাজবিলা ইউনিয়নের থংজমা পাড়ার অংসাহ্লা মার্মার ছেলে।
সূত্রে জানায়, গত শুক্রবার মধ্যরাতে ৩টার দিকে ঘাতক রেথোয়াইনু মার্মা তার স্ত্রী সিংম্যানুকে খুন করে পালিয়ে যায়। পরে ঘটনাটি ধামাপাচা দিতে অস্ত্রধারী সন্ত্রসীদের কর্তৃক তার স্ত্রীকে হত্যা করেছে এবং তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে ফোন করে জানায় স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্যকে। খবর পেয়ে পাড়াবাসীরা ঘটনাস্থলে গেলে তার স্ত্রী সিংম্যানু লাশটির পুরো দেহে জখম অবস্থা মেঝেতে পড়ে থাকতে দেখে। পাড়াবাসী লাশটি দেখে তাদের মনে সন্দেহ জাগে। তারপর চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উন্মোচন সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে স্বামী রেথোয়াইনু মার্মা পালিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে একদিনের ব্যবধানে এলাকাবাসীদের সহযোগীতায় তাকে আটক করতে সক্ষম হন।
রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শৈসাচিং মার্মা বলেন, সন্ত্রাসীদের কর্তৃক খুনের কোন আলামত দেখতে না পেয়ে পাড়াবাসীদের মনে সন্দেহ তৈরি হয়। তাকে যদিবা অপহরণ করলে সে নিজে কিভাবে ফোনে যোগাযোগ করতে পারল। এলাকাবাসীর কাছে রহস্যজনক মনে হলে সকালে পাহাড়টি ঘেরাও তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্ত্রী খুনের অভিযুক্ত রেথোয়াইনু গ্রেফতার হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর আদালতে মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হবে।