মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষিজমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো৷ ইউনুছ মিয়া নামে এক বালু উত্তোলনকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ উপজেলার ডেপুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষিজমি থেকে সাদা বালু উত্তোলনের দায়ে মো৷ ইউনুছ মিয়া, পিতা- আবদুর রহিম, সাং ডেপুয়াপাড়াকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে বালু তোলার সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা বা বালু তোলার সুযোগ কাউকে দেওয়া হবে না।