মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে ক্যামলং পাড়া এলাকায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ৯ টা নাগাদ সদর উপজেলা ১নং কুহালং ইউনিয়নাধীন ৯নং ওয়ার্ডের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবান সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ সময় কুহালং ইউনিয়নের অস্থায়ী কার্যালয় স্থানীয় ভোট ক্যাম্পিং গড়ে ওঠে। তাদের কার্যক্রম শেষে কার্যালয়টি বন্ধ করে দিয়ে যায়। হঠাৎ করে পাশে থাকা নুচমে মারমার মুদি দোকান হতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটলে ছুটে এসে এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এই অগ্নিকান্ডের ঘটনায় মংএসাই মারমার ঔষধের দোকান, আদুমং মারমার খাবারের দোকান ও শংকর দাসের মুদি দোকানসহ মোট ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিকান্ডে কেউ হতাহত খবর পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে টিম নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। এরপর এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা ধারণা করছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানতে পারবো।