মো. রবিউল হোসেন ও আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি- চতুর্থ ধাপের ভোটে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি’র তিন ইউপি’তে অনাকাঙ্খিত কোন ঘটনা ছাড়াই ভোট গ্রহন শেষ হয়েছে। রাত ১০ টায় ঘোষিত বেসরকারী ফলাফলে ৩ ইউপিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের সকল প্রার্থী বিজয়ী হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলার তিন ইউপি’র মধ্যে সদর ইউপিতে (মানিকছড়ি) ইভিএমে এবং বাটনাতলী ও তিনটহরী ইউপিতে ব্যালটে ভোট গ্রহন করা হয়। অন্যদিকে নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে দলীয় ৩জন ও স্বতন্ত্র ২জন। সংরক্ষিত সদস্য পদে ২৯জন ও সাধারণ সদস্য পদে ৬৮জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরে ইভিএমে ভোট হওয়ায় এবং বিকেল ৪টার পরও তিনটি কেন্দ্রের লাইনে ভোটার থাকায় ওইসব কেন্দ্রে রাত সাড়ে ৮ টায় ভোট শেষ হয়েছে।
সবশেষে রাত ১০ টায় বেসরকারী ফলাফলে ১নং মানিকছড়িতে নৌকা প্রতীকে মো. শফিকুর রহমান ফারুক পেয়েছেন ৬হাজার ৫শ ৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম দলের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী যোগ্য মারমা (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট এবং মো. জামাল উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৫ শ ৬৯ ভোট। কাস্টিং ৬৪.৬৪%।
বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে মো. আবদুর রহিম ৪ হাজার ৭শ ৭৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্রপ্রার্থী মংসাপ্রূ চৌধুরী (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫ শত ১০ভোট। কাস্টিং ৮১.৯৭%।
এছাড়া তিনটহরীতে চেয়ারম্যান পদে (নৌকা) মো. আবুল কালাম আজাদ বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। রাত ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারী ফলাফল ঘোষণা করেন।