মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, (টিএসএফ) মানিকছড়ি উপজেলা শাখার নবম ও কলেজ শাখার তৃতীয় কাউন্সিল, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) উপজেলার বাটনাতলী ইউনিয়নের সাধুপাড়ায় রবিন ত্রিপুরার পরিচালনায় ও স্বপন কান্তি ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। এতে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সহ সভাপতি আবদুর রহিম, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদ, উপজেলা শাখার সভাপতি সুবল কুমার ত্রিপুরা, মানিক কুমার ত্রিপুরা, মালা চান ত্রিপুরা, চন্দ্র কুমার ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠানর দ্বিতীয়ার্ধে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ বরেণ্য সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।