মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুসলিমপাড়ায় প্রতিষ্ঠিত ইসলামি আদর্শ কিন্ডারগার্টেন নূরাণী ও হাফিজিয়া মাদরাসার ২০২১সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইসলামি আদর্শ কিন্ডারগার্টেন নূরাণী ও হাফিজিয়া মাদরাসার মাঠে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা মো. বাচ্চু মিয়া’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গ্রাম ডা. কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাক মো. রমজান আলী, মো. মনির হোসেন প্রমূখ। সমাবেশে অতিথিরা বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবক উদ্দেশ্যে শিক্ষার মানোন্নয়ে অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে মিলাদ ও দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মো. আমিনুল ইসলাম।