ডেস্ক রিপোর্ট-
আপনার প্রিয় সকল জাতীয় পত্রিকা, সকল জেলার দৈনিক থেকে সাপ্তাহিক আঞ্চলিক পত্রিকা ,দেশের তৃণমুল পর্যায়ের সকল অনলাইন নিউজ পোর্টাল, সকল রেডিও চ্যানেল, ইন্টারনেট রেডিও, টেলিভিশন চ্যানেল, আইপি টিভি, ইন্টারনেট টিভি চ্যানেল, খুঁজতে খুঁজতে আর হয়রান হতে হবে না। এখন,
মোবাইল এবং কম্পিউটারে এখন আপনি এক ক্লিকেই পাচ্ছেন, বাংলাদেশসহ বিশ্বের সকল সংবাদপত্রসহ চাকুরী বিষয়ক ওয়েবসাইট, প্রযুক্তির বিষয়ক ওয়েবসাইট, বাংলা এবং ইংরেজি পত্রিকার ই-পেপার, দরকারি এবং পছন্দের সকল পত্রিকা এবং ম্যাগাজিনের সর্ববৃহৎ তালিকা বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেক্টরি www.allbd.news ।
প্রচলিত ব্রডশীটের পত্রিকার পাশাপাশি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বিদ্যমান রয়েছে শত শত ! সে সকল জানা অজানা সকল প্রকার সংবাদপত্রগুলোর তালিকার নিয়ে আত্নপ্রকাশ করছে মেদহীন ঝরঝরে ডিজাইনের বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেক্টরি “অলবিডিনিউজ” । ( www.allbd.news )
- আপনার সংবাদপত্রটি বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেক্টরিতে প্রকাশ করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন । ফোন করতে পারেন -01714709953 এই নাম্বারে অথবা ই-মেইল করতে পারেন- infoallbdnews@gmail.com এই ঠিকানায় ।