মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি বিএনপি নেতা মো. মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচির্পূণ বক্তব্যের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৩ টায় আওয়ামীলীগ দলীয় র্কাযালয়ের সামনে থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এম এন কবীর আশ্রাফসহ স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতার্কমী।
সমাবেশ শেষে বিএনপি নেতা মো. মোয়াজ্জেম হোসেন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে আলালের কুশপুত্তলিকা দাহ করে মিছিল বের করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচির্পূণ বক্তব্য পরিহারসহ বিএনপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোরদাবী জানান মিছিল ও বিক্ষোভকারীরা।