অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই তথ্য অফিস কর্তৃক “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি অংশের আওতায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বুধবার কর্ণফুলী কলেজ পাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিজয় মারমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাপ্তাই তথ্য অফিসের শফিউল আজীম।