শ.ম.গফুর, উখিয়া, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর নৌকার মাঠ এলাকায় উদ্বোধন করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়।
সোমবার (০৬ ডিসেম্বর) বেলা ১২ টায় নৌকার মাঠ এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন আর্মড ব্যাটালিয়ন পুলিশ (১৪ এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পুলিশি সেবা আরও দ্রুত পৌঁছে দেয়ার জন্যই বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যদি কোন দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বেআইনি কর্মকাণ্ডে জড়িত হয় বা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড করে তবে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প-৭ অপরাধ প্রবণ এলাকা হওয়ায় উক্ত বিট কার্যালয়ের মাধ্যমে আরও দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেয়া সহজ হবে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চলমান বিশেষ অভিযান ক্যাম্পের সকল অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত চলতে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, ক্যাম্প কমান্ডার মধুর ছড়া পুলিশ ক্যাম্প মোঃ আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর অপারেশন অফিসার ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্প সহ পুলিশের আরো অন্যান্য সদস্যবৃন্দ এবং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, সাব মাঝি, হোস্ট কমিউনিটির প্রতিনিধিবৃন্দ ও এনজিও ফোরামের সদস্য প্রমুখ৷