রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের মুক্তিবাহিনী সড়কের পাশে বাঙালহালিয়া থেকে আসা এইচ এসসি পরীক্ষার্থী বহন কারী সি এন জির সাথে অবৈধ জালানী কাঠ বোঝায় চাদের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে এইচ এস সি পরীক্ষার্থী সহ চার জন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। স্থানীয় সুত্রে জানাযায়, ২ ডিসেম্বর অনুষ্টিতব্য এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য বাঙালহালিয়া কলেজের পরীক্ষার্থীগন সি এন জি নিয়ে রাজস্থলী সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রের উদ্যােশে রওনা হলে গাইন্দ্যা মুক্তিবাহিনী সড়কের পাশে দুপুর সাড়ে বার টায় এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে ঘটনা স্থল থেকে অাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। অাহতরা হলেন, মাছাউ মারমা, (১৯) মাঞোচিং মারমা (১৯) উভয়ে পরীক্ষার্থী।
তাদের সাথে থাকা অভিবাবক ক্রাইমাচিং মারমা (৫৫) উনুস্যাং মারমা (৪৫) তারা বাঙালহালিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। আহতদের মধ্যে ক্রাইমাচিং মারমা আশংকাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানাগেছে।