মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ‘কৃষকের পাশে বায়ার’ এই স্লোগানে পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আম উৎপাদন লক্ষ্যমাত্র ঠিক রেখে আম চাষে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে উপজেলার অর্ধশতাধিক আম চাষীদের নিয়ে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের আয়োজনে ও বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের সার্বিক সহযোগিতায় আম চাষী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ডলু ব্লকের অর্ধশতাধিক আম চাষীদের নিয়ে বায়ার ক্রপ সায়েন্সের চট্টগ্রাম এরিয়া ম্যানাজার বিশ্ব নাথ মালাকার এর পরিচালনায় ও জাহাঙ্গীর ট্রেড্রার্স এর সত্বাধিকারী এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুফের চীফ এগ্রিকালচার অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অথিতি ছিলেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ক্যাম্পেইন এক্টিভিটি ম্যানেজার কৃষিবিদ মো. সোহেল কবির, ক্রোপ স্পেশালিস্ট হর্টিকালচার কৃষিবিদ খন্দকার ফরিদ উদ্দীন, লেমুয়া টি গার্ডেন এর স্বত্ত্বাধিকারী মো. মেজবা উদ্দিন ও সাবেক মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক। পরে বিকেল ৪টায় মানিকছড়ি প্রেসক্লাব হল কক্ষে উপজেলার অর্ধশতাধিক আম চাষীদের নিয়ে একই সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমাম, সাংবাদিক আবদুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
পৃথক অনুষ্ঠানে বায়ার-এর বিভিন্ন পণ্য ও ঔষধের গুনাগুন এবং কার্যকরিতা তুলে ধরে আম চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন বায়ার ক্রপ সায়েন্সের রিজনাল ম্যানেজার কৃষিবিদ জাহিদুল ইসলাম ও ক্রোপ স্পেশালিস্ট হর্টিকালচার কৃষিবিদ খন্দকার ফরিদ উদ্দীন।