বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ঢাকা যাতায়াতের জন্য আরও একটি শান্তি পরিবহনের চেয়ার কোচ সংযোগ করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন ও মালিক গ্রুপ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ঃ০০ ঘটিকায় খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির বাঘাইছড়ি সদস্য দীলিপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ নভেম্বর ২০২১-ইং তারিখে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ কতৃক অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেন, আগামী ১ ডিসেম্বর২০২১ ইং হতে মারিশ্যা টু ঢাকা যাতায়াতে শান্তি পরিবহনের আরও একটি চেয়ার কোচ সংযোগ সেবা চালু করা হবে।
এ নিয়ে মোট দুটি শান্তি পরিবহন মারিশ্যা টু ঢাকা যাত্রী নেওয়া আসা করবে। যা বাঘাইছড়িবাসীর জন্য খুবই প্রয়োজন ছিলো বলে মনে করছে এলাকাবাসী।
চেয়ার কোচ ছাড়ার সময়সূচী; মারিশ্যা থেকে ছাড়বে সকাল ৭.০০ মিঃ ও বিকাল ৪.৩০ মিঃ। ঢাকা শিবপুর থেকে ছাড়বে সন্ধা ৭.০০ মিঃ ও ঢাকা বাইপেল থেকে ছাড়বে সন্ধাঃ-৭.০০মিঃ।
উক্ত পরিবহন সার্ভিসে যাতায়াতের জন্য সম্মানিত সকল যাত্রী গণকে সবিনয়ে অনুরোধ করেছেন খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ সমিতির বাঘাইছড়ি সদস্য দীলিপ কুমার দাশ।