মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিনে মানিকছড়ি’র তিন ইউপিতে চেয়ারম্যান পদে দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭জন।
মানিকছড়ির তিন ইউপিতে চেয়ারম্যান পদে ৭, সাধারণ সদস্য পদে ৯৬ ও সংরক্ষিত পদে ৩০ জন। সদস্য পদে ৯৬ জন ও সাধারণ সদস্য (সংরক্ষিত) পদে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমূখর পরিবেশ কর্মী-সমর্থকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা ।
উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর মো. নরুল আলম জানিয়েছেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর উপজেলার তিনটি ইউপি’র নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা যার যার মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে তিন ইউপিতে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী ৩জন, হাতপাখা-১ জন, বিদ্রোহী-২জন ও স্বতন্ত্র-১জন। সাধারণ সদস্য পদে ৯৬ জন ও সংরক্ষিত পদে (মহিলা) ৩০ জন।
এর মধ্যে ১ নং মানিকছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ(নৌকা) মো. শফিকুর রহমান ফারুক, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য যোগ্য মারমা , ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দীন মৃধা (হাতপাখা)। এখানে সাধারণ সদস্য পদে ৩৬জন ও সংরক্ষিত পদে ১৩ জন। ২নং বাটনাতলী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (নৌকা) মো. আবদুর রহিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজাতি নেতা মংসেপ্রূ চৌধুরী। এখানে সাধারণ সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত পদে ১০ জন। ৪নং তিনটহরী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (নৌকা) মো. আবুল কালাম আজাদ, বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। এখানে সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত পদে ৭জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে (বৃহস্পতিবার) শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ৩ ইউপি’তে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য পদে ৯৬জন ও সংরক্ষিত পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ নভেম্বর বাছাই, ৩০ নভেম্বর -০২ ডিসেম্বর আপিল ও ৩-৫ ডিসেম্বর আপিল নিস্পত্তি, প্রত্যাহার ৬ ডিসেম্বর। ভোট গ্রহন ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।