আঁধারের শেষে আছে আলো,
দুঃখের পরে সুখ…..
ভেঙ্গে গেলেও মচকাতে নেই ;
সন্ধ্যার আকাশে চাঁদ ওঠেনি,
অন্ধকারে ঢেকে গেল রাজপথ-
কোথায় তুমি হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে গভীর হয় রাত…
একবিন্দু ঘুমের তাড়নায় লিপ্ত হইনি…
আঁধারে মোমাবাতি জ্বেলে
চেয়েছি শিখার দিকে,
সেখানেও অন্ধকার বাসা বেঁধেছে,
করেছে অজানা দিক থেকে আসা
বায়ু’র আঘাত।
অনর্থক দেরি করিনি তো?
দিনের আলো নিভে যেতেই অধির আগ্রহে
দৃঢ় বিশ্বাস চিত্তে বসেছি দেখার আশায়!
তোমার অভিমান হয়েছে বুঝি?
অভিমান কি একজনের ই থাকতে হয়?
–সীমাহীন যন্ত্রনা বাসা বেঁধেছে বুকে,
কাঁদে দু’চোখ তোমায় না-দেখার বেদনায়।
আরো পড়ুন :-