আজ বাংলাদেশি চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট নামে খ্যাত বরেণ্য অভিনেতা আনোয়ার হোসেনের জন্মদিবস।
১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। ১৯৫১ সালে জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করার পরে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি হন।
১৯৫৭ সালে তিনি নাসিমা খানমকে বিয়ে করেন। তিনি চার পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম ‘তোমার আমার’। এই চলচ্চিত্রে অভিনয় করে সেসময় তিনি ৩০০ টাকা পারিশ্রমিক পান। এরপর ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা ৫২ বছরের অভিনয় জীবনে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।
আনোয়ার হোসেন ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান। ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা তিনি। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য তাকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয়। এরপর আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিতে সহ-অভিনেতার পুরস্কার পান ১৯৭৮ সালে। ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয়।
২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চির শায়িত আছেন গুণী এই শিল্পী।