দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছোবলে বাংলাদেশ ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ সুপার টুয়েলভ থেকে বিদায়ের ঘন্টা নিশ্চিত হয়ে গেল টাইগারদের। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে লজ্জার ভরাডুবি রেকর্ড গড়ে বাংলাদেশ ক্রিকেট দল। আফ্রিকার দলের পক্ষে ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় প্রোটিয়তরা।
সেই ২০০৭ সালের পর দীর্ঘ ১৪ বছর পর আজ বাংলার টাইগারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। কিন্তু আজ সেই প্রতিশোধের যন্ত্রণার স্মৃতি মনে পড়লেও হারতে হলো বাংলার টাইগারদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় আসরে আরও একটি লজ্জার হারের রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দলের টাইগাররা । সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অল-আউট হতে হয় বাংলাদেশ দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ১৫.৫ ওভারে ৮৩ রান করে অলআউট হয় টাইগাররা।
আজ ২ নভেম্বর মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার বলার কাগিসো রাবাদার বলের গতিতে একে একে মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। প্রথম ৩ ওভারে ১৪ রানে টাইগারদের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে মাথা নিচু করে শিবিরে ফিরতে হয়েছে পেসার বলার রাবাদা দুর্দান্ত বলের গতির ছোবলে।
রাবাদার পর বাংলাদেশ দলের শিবিরে আঘাত হানেন পেসার বলার আনরিচ নর্টজে। তার বলের গতিতে আউট হয়ে ফিরতে হলো অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর লেগ স্পিনার তাবরিজ শামসসির বলে এলবিডব্লিউ হয়ে আউট হন লিটন দাস। দলীয় ৪৫ রানে ৩৬ বলে ২৪ রান করেন লিটন দাস।
এদিকে, সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হওয়া শামীম হোসেন ২০ বলে ১১ রান করে তাকেও ক্যাচ আউট হয়ে ফিরতে হলো এই তরুণের।
ইনিংসের শেষ দিকে স্কোর বাড়ানোর লক্ষ্যে ব্যস্ত থাকা মেহেদি হাসানকে আউট করেন আনরিচ নর্টজে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে নাসুমকে শেষ উইকেট নেন নর্টজে।
৮৫ রান টার্গেট নিয়ে ফিল্ডিং এ মাঠে নামে বাংলাদেশের টাইগাররা।
৮৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের গতির বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনরিক্স।
৫.৫ ওভারে দলীয় ৩৩ রানে তাসকিনের বলে এইডেন মার্কওরামকে ক্যাচ আউট করে ফেরতে বাধ্য হয়ে যেতে হলো।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪/১০ রান (মেহেদি হাসান ২৭, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, আনরিচ নর্টজে ৩/৮, তাবরিজ শামসি ২/২১)।