রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে শুরু হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরগরম। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান , মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থীরা। মঙ্গলবার ২ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাচন কর্মর্কতার নিকট ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রবার্ট ত্রিপুরা ও ২ নং গাইন্দ্যা ইউনিয়ন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা।
রাজস্থলী উপজেলায় ৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীরা তাদের স্ব- স্ব নেতাকর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গত সোমবার বাঙ্গালহালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আদোমং মারমা, ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঞোমং মারমা, মনোনয়ন ফরম জমা দিয়েছন।