অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বার্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”।
সভায় সভাপতিত্ব করেন, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা ও (সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান), রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, চিরনজিত তনচংগ্যা, ইউপি সদস্য প্রার্থী নুর বেগম মিতা,বাদল মারমা, মুজিবুর প্রমুখ।
আলোচনা সভায় প্রার্থীদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠু ভাবে করার দাবি জানানো হয়।
এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কাজে বিশেষ অবদানের জন্য সেরা অফিসার এএসআই আজাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল।