অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার চন্দ্রঘোনা থানার আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) টিপিং মারমা। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন
রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চন্দ্রঘোনা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ এনামূল হক, কমিউনিটি পুলিশিশের সাধারণ সম্পাদক ইউসুফ কারবারি,
রাইখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অজয় সেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও রাইখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ। সভায় চলতি বছরের নির্বাচিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই আজিজুর রহমান ও এএসআই পদু মত্তুরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। সভা শেষে থানার পক্ষ থেকে আগত অতিথিদের জন্য চা চক্রের আয়োজন করা হয়।