রাঙ্গামাটি নিউজ ২৪ ডটকম
কক্সবাজারের উখিয়ায় মানবিক সেবাই কর্মরত এনজিও সংস্থা ‘কোস্ট ট্রাস্ট আয়োজিত সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উখিয়া প্রেসক্লাবের সেমিনার কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী মতবিনিময় সভায় অনলাইনে সক্রিয়তার উপর বিশেষ আলোচনা করা হয়।পাশাপাশি কোস্ট ট্রাস্টের কক্সবাজার জেলায় যেসব মানবিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে,তার আহবান জানানো হয়।
ফেসবুক, টুইটার,ইন্সটাগ্রাম, ইউটিউব ব্যবহার বিষয়ে ভাল দিক আর খারাপ দিক তুলে ধরা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাল তথ্য প্রচারের পাশাপাশি বিভ্রান্তিকর মিথ্যাচারও করা হয়।ফেসবুকের কল্যাণে যেমনি যখনের ঘটনা, তখনই প্রচার হচ্ছে।আবার নেতিবাচক বা মিথ্যা,বিভ্রান্তিকর তথ্য প্রচারে গুজবও ছড়াচ্ছে।এতে ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রের স্বার্থের উপর যাতে বিরুপ প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।ফেসবুকের প্রচারণা ইতিবাচক হিসেবে ধরে নিলেও নেতিবাচক প্রভাবও পড়ছে।এ বিষয়ে সরকারের উচিৎ নিয়ন্ত্রণ করা।তাই ফেসবুক ব্যবহারে সকল কে সর্তকতা অবলম্বন করা জরুরী।ফেসবুকের কারণে যেমনি ইতিবাচক সংবাদ বা যোগাযোগ ক্ষেত্রে ভুমিকা রাখছে,তেমনি নেতিবাচক ভুমিকার কারণে বিরুপ প্রভাবও পড়ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিতর্কিত পোস্ট গুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর।তাই ফেসবুকের নিয়ন্ত্রণ চান সকলেই।
এতে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম,কোস্ট ট্রাস্টের কমিউনিকেশন এন্ড ডকুমেন্টশন অফিসার তানজির উদ্দিন রণি,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন,সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান,সদস্য ও কক্স-টিভির বার্তা প্রধান শফিউল শাহীন, এম.ফেরদৌস,সংবাদ মাধ্যম টিটিএন’র উখিয়া সংবাদ প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশান প্রমুখ।
এ সময় কোস্ট ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর জুলফিকার হোছাইন,ইউনিয়ন কো-অর্ডিনেটর এনামুল হক ও মোঃ ইউনুস উপস্থিত ছিলেন।