অর্ণব মল্লিক, কাপ্তাই:- কাপ্তাইয়ের আসন্ন ইউপি নির্বাচনে সেনাবাহিনীর টিম মাঠে কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। সকল জনপ্রতিনিধিকে নির্বাচনী প্রচারণা করার সময় সর্তক থাকতে হবে। রোববার ৫৬ ই বেঙ্গল কাপ্তাই জোন অধিনায়ক ৪নং ইউপি সকল প্রার্থীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি আরো বলেন, আগামি ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলার পাশাপাশি কাপ্তাই সেনাজোন টিম থাকবে।সকলে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারবেন।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সাম্প্রতিক সময়ে কাপ্তাইয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আগামিতেও হবে। তবে কেউ সঠিক তথ্যউপাত্ত ছাড়া করো বিরুদ্ধে গায়েবি অভিযোগ করবেন না।
কাপ্তাই ৪নং ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মহিউদ্দিন পাটোয়ারী বাদল (চেয়ারম্যান প্রার্থী),ইউপি সদস্য জাহেদুল ইসলাম, ইমান আলীসহ আরো অনেক প্রার্থী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করাসহ বিবিধ বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন। এ সময় ৫৬ ই বেংগল উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, ক্যাপ্টেন বাসারসহ ৩২ জন জনপ্রতিনিধি ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন।