দীঘিনালা প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলের বুলেটের আঘাতে প্রাণ যাওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা। অধিপত্য বিস্তারের লড়াইয়ে আঞ্চলিক সশস্ত্র দলগুলোর বুলেট কখনো সাধারণ জনগণের আবার কখনো প্রতিপক্ষের তাজাপ্রাণ নিস্তেজ করে দেয়। তেমনি লোমহর্ষক ঘটনা ঘটেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।
রবিবার (২৪ অক্টোবর) দুপুর ২:০০ ঘটিকার সময় দীঘিনালা উপজেলাধীন ৪ নং দীঘিনালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাঘাইছড়ি মুখ হতে ভিতরে আনন্দ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ(প্রসীত) এর সশস্ত্র গ্রুপ ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি হয়। এতে দীঘিনালা উপজেলা শাখার বিচার বিভাগের পরিচালক দীপন জ্যোতি চাকমা( ৪৫) নিহত হয়েছে, তার গ্রামের বাড়ি হাচিনশনপুর(৩ নং কবাখালি ইউনিয়ন) পোষ্ট,থানা: দীঘিনালা, জেলা: খাগড়াছড়ি।
নিহত ব্যক্তির লাশ ও তার সাথে থাকা অস্ত্র ইউপিডিএফ(প্রসীত) দলের লোকজন ভিতরের দিকে নিয়ে গেছেন বলে জানা যায়।
ঘটনার পর পর দীঘিনালা জোনের একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গমন করেছে বলে জানা যায়।