রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঐতিহাসিক পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.)উপলক্ষে ‘জশনে জুলুছ ও বর্ণাঢ্য র্যালি’র আয়োজন করে বটতলী দরবার শরীফ ও বাঘাইছড়ি গাউসিয়া কমিটি।
বুধবার(২০ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকার সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কালিমা খচিত বিভিন্ন রংবেরঙের পতাকা নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি উপজেলার মূল মূল সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে অবস্থান নেন। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লাামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর(মা.জি.আ), এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খাঁন,বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আলী হোসেন,সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন আল মামুন,সাবেক প্যানেল মেয়র জনাব হাজী আবদুশ শুক্কুর,হাজী মুহাম্মদ মাসুম,হাজী মুহাম্মদ আবদুল মাবুদ।
এসময় কুরআন সুন্নাহের আলোকে বক্তব্য রাখেন কাচালং দাখিল মাদরাসার সিনিয়র আরবি মুদাররেছ মাওলানা মোজাম্মেল হক নুরী, সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী,এফ ব্লক জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সাইফুল ইসলাম আত্তারী,মডেল টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ হোছাইন প্রমুখ।
উক্ত জশনে জুলুশ অনুষ্ঠানে সেনানী ব্লাড গ্রুপের ফ্রি’তে রক্ত নির্ণয় কর্মসূচি অব্যাহত ছিলো। সেনানী ব্লাড গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী, সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন বাঘাইছড়ি উপজেলার আহবায়ক জনাব মুহাম্মদ তৈয়বুর রহমান,উপজেলা ছাত্রসেনার সাবেক সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সভাপতি মুহাম্মদ ওসমান গণি রাকিব সহ আরও অনেকে।
পরিশেষে বটতলী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রামের আধ্যত্মিক সূফি সাধক হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়দ নুর মোহাম্মদ(রহ.) প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলা(রহ.)’র মাজার শরীফে মিলাদ-কিয়াম আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।