রিপন ওঝা,মহালছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন নানা আয়োজনে পালন করা হয়েছে।
খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার উপস্থিতিতে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস প্রতিপাদ্য মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন/শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরীসহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৮ অক্টোবর রোজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও র্যালী করা হয়। র্যালীটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ কুজেন্দ্র লাল বলেন, ঘাতকদের বুলেটের আঘাতে শেখ রাসেলের অকাল মৃত্যু না হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী হিসেবে জাতি আজ শেখ রাসেলের বলিষ্ঠ নেতৃত্ব পেত।
তাঁরা ৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন মসজিদে মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত এ কর্মসূচীতে স্থানীয় সংরক্ষিত মহিলা সাংসদ বাসন্তি চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, এম. এম. জবার, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নিলোৎপল খীসা, মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,
অ্যাডভোকেট নুরুল্লাহ হিরু, সদস্য মোঃ শামীম চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল বাহার ও সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা, সাবেক সভাপতি টিকো চাকমা,
জেলা যুবলীগের সহসভাপতি মংগ্রে মারসা, সাধারণ সম্পাদক মোঃ কে এম ইসমাঈল হোসেন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা,যুগ্ম আহ্বায়ক হৃদয় মারমা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।